2024-12-18
agartala,tripura
রাজ্য

শ্রীলতাহানির শিকার রাজ্যের এক লোকসংগীত শিল্পী, আটক এক

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- এবার শ্রীলতাহানি এর শিকার হলেন রাজ্যের এক জনপ্রিয় লোকসংগীত শিল্পী দুর্গাপুজোর বন্ধুদের সঙ্গে শহরে বেরিয়ে এমন এক কলঙ্কিত অধ্যায় যে রচিত হবে শিল্পী জীবনে কখনো ভাবতে পারেনি রাজ্যের পুলিশ প্রশাসন থেকে শুরু করে মহিলা কমিশন নারী সংগঠন ,মহিলা মোর্চা তারা সবসময়ই নারীদের প্রতি মেয়ে কান্না কেঁদে থাকেন কিন্তু রাজ্যের বুকে বাউল কর্নার উপহার শ্রীলতাহানি হয়েছে তা নিয়ে কোন মহল এখন পর্যন্ত মাঠে নামতে দেখা যায়নি। রাজ্যে আইনের শাসন চলছে বক্তা রাজ্যের মধ্য থেকে শুরু করে নেতা-নেত্রীরা এ ধরনের বক্তব্য জনসমক্ষে তুলে ধরেন। রাজ্যে আইনের শাসন থাকলে কি করে শ্লীলতাহানীর শিকার হতে হল লোকসংগীত শিল্পী বন্ধুদের সাথে দুর্গাপূজায় বের হয় রাস্তার মাঝখানে তাকে আটকে তার সাথে অকথ্য ভাষায় কথাবার্তা সাথে সাথে হাত দিয়ে শরীরে ধরা শুরু করেছে কতিপয় যুবক আরো সবগুলো ভিডিও ক্যামেরা করতে ব্যস্ত মধুপুর যুবকদের মধ্যে ১ ২ জন। সারা রাজ্যব্যাপী লোকসংগীত শিল্পীর উপর শ্রীলতাহানি ঘটনা জানাজানি হল কোন সংগঠন বা কোনো রাজনৈতিক দল এই বিষয়ে কথা বলতে দেখা যায়নি। রাজ্যের বুকে শ্লীলতাহানীর ঘটনায় নারীনেত্রীরা চুপ করে বসে আছেন তারা আছে শুধু বহিরা যে-কোনো নারী নির্যাতন হলে তারপর তারা বড় মিছিল করে রাজপথ কাঁপিয়ে দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর সাজা দাবি জানান কিন্তু রাজ্যের লোকসংগীত শিল্পী রুপা এই ধরনের ঘটনা বুদ্ধিজীবি মহল মেনে নিতে পারছেন না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে লোকসংগীত শিল্পী প্রথমত অবস্থায় থানায় কোন মামলা করতে রাজি ছিলেন না পরে আমতলী থানার পুলিশ মামলা নিয়ে একজন আসামীকে গ্রেপ্তার করে তার নাম সঞ্জিত বর্মন বলে জানান আমতলী থানার ওসি। রাজ্যের বুকে এ ধরনের ঘটনা নারী নির্যাতনের আরো এক মাত্রা বেড়ে গেল যে সব নারীরা নারী নির্যাতনের ঘটনা হলে মাঠে নেমে পড়তেন তারা এখন সেই বিষয়ে কোনো খবরই জানা নেই তার সাথে সাথে মহিলা কমিশন আদৌ কি এ ব্যাপারে জানা আছে কিনা তার সন্দেহের তালিকায় তা থেকে বোঝা গেল রাজনৈতিক আঙ্গিনার সাথে জড়িত থাকলে নারীরা নির্যাতনের ঘটনার জন্য মাঠে নামে ওইসব সংগঠন কে ধিক্কার জানায় রাজ্যের জনগণ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service