2024-12-18
agartala,tripura
রাজ্য

গ্রামীণ এলাকার ব্যবসায়ীদের অর্থনৈতিক উন্নয়নের লক্ষেই এই কর্মসূচী- প্রনজিৎ সিংহ রায়

জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- মুখ্যমন্ত্রী স্ব নির্ভর যোজনা গ্রামীণ এলাকায় 20টি ব্লকের 20টি বাজারে আজ একসঙ্গে শুরু হয়েছে মেগা ক্যাম্প l গোমতী জেলার উদয়পুরের ধজনগর বাজারের ব্যবসায়ীদের নিয়ে আজকে এক মেগা ক্যাম্প অনুষ্ঠিত হয় l ধজনগর কমিউনিটি হলে আয়োজিত এই মেগা ক্যাম্পের উদ্ভোদন করে কৃষি, পরিবহন ও পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, মন্ত্রী গ্রামীণ এলাকায় ব্যবসায়ীদের অর্থনৈতিক স্বাবলম্বন হওয়ার জন্য সরকার উদ্যোগ নিয়েছে l আজ এর যাত্রা শুরু হয়েছে l মন্ত্রী আরও বলেন, ব্যবসায়ীদের মেনশন স্কীমে আনার উদ্যোগ নিয়েছে lএদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোমতী জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবল দেবরায়,বিডিও প্রণয় দেবনাথ, ঝর্ণা রানীদাস , রাম চন্দ্র দাস, পঞ্চায়েত প্রধান জয়ন্ত শর্মা প্রমূখ .

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service