জনতার কলম, ত্রিপুরা,তেলিয়ামুড়া প্রতিনিধি :- তেলিয়ামুড়া প্রতিনিধি :- রাম আমল হউক আর বাম আমল হউক কোন আমলেই যেন উপজাতি গিরিবাসীদের পানীয় জলের সুব্যবস্থা ও সু-বন্দোবস্ত করতে পারে নি সরকার । ফের একবার বিশুদ্ধ পানীয় জলের দাবিতে মুঙ্গিয়াকামী বাজার এলাকার স্থানীয় মানুষজনেরা একজোট হয়ে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করল স্থানীয় ক্ষুব্ধ এলাকাবাসী । ঘটনা আজ মঙ্গলবার দুপুর আনুমানিক ২ টা ৩০ মিনিট নাগাদ । অতি দ্রুত বিশুদ্ধ পানীয় জলের সু-ব্যবস্থা ও সু-বন্দোবস্ত করার দাবিতে আজ মঙ্গলবার দুপুর ২ টা ৩০ মিনিট নাগাদ হঠাৎ আসাম আগরতলা জাতীয় সড়কে মুঙ্গিয়াকামীতে স্থানীয় এলাকাবাসীরা একজোট হয়ে জাতীয় সড়ক অবরোধ করে বসে । ঘটনার বিবরণে জানা যায়, দীর্ঘদিন ধরেই তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লকের অধীনে বেশ কয়েকটি এডিসি ভিলেজে পানীয় জলের দুর্ভোগ দেখা দেয় । কিন্তু গত ৪ থেকে ৫ দিন ধরে মুঙ্গিয়াকামীতে পানীয় জলের সংকট চরম আকার ধারণ করায় আজ মঙ্গলবার দুপুর ২ টা ৩০ মিনিট নাগাদ বরাবরের মতোই বাধ্য হয়ে পানীয় জলের দাবিতে ফের একবার জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয় এলাকাবাসীরা । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মুঙ্গিয়াকামী থানার সেকেন্ড ওসি চন্দ্র দেববর্মা সহ থানার কর্তব্যরত এক সাব ইন্সপেক্টর রঞ্জন বিশ্বাস সহ বিশাল পুলিশবাহিনী । পাশাপাশি ছুটে যান প্রশাসনিক অন্যান্য অধিকর্তারাও । প্রশাসনিক অধিকর্তারা তৎক্ষণাৎ ওই এলাকায় গিয়ে ফের একবার আগের মতো প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিলে সরল সোজা উপজাতি জনগণেরা তাদের ঢপের প্রতিশ্রতির কথা মেনেই প্রায়শই-র মতো আজও অবরোধ তুলে নেন । কিন্তু প্রশাসনিক অধিকর্তাদের এই ঢপের প্রতিশ্রতির বন্যা কয়েকদিন ঠিক থাকলেও তারপরই আবার দেখা দেয় পানীয় জলের চরম অভাব । তখন কোন রাস্তা না পেয়ে একমাত্র ছড়ার জল কিংবা নদী-নালার নোংড়া ও দূষিত জলের উপরে নির্ভর করতে হয় এলাকাবাসীদের । যার ফলে উপজাতি গিরিবাসীদের প্রায়ই অজানা রোগে ভুগতে হয় এবং মাঝে মাঝে মৃত্যুর সঙ্গেও পাঞ্জা লড়তে হয় । কিন্তু উপজাতি গিরিবাসীদের ভাগ্যের নির্মম পরিহাসের এবারও কোন বিকল্প হয় নি । ঠিক পূর্বের মতোই আছে । মুঙ্গিয়াকামীতে কিছু জায়গায় স্বল্প জলের ব্যবস্থা থাকলেও সেই জল পানের অযোগ্য । এমনই এক অভিযোগ তোলে আজ মঙ্গলবার দুপুর ২ টা ৩০ মিনিট নাগাদ মুঙ্গিয়াকামী বাজার এলাকায় স্থানীয় গ্রামবাসীরা আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে । এর ফলে জাতীয় সড়কের দু-পাশে দাঁড়িয়ে যায় শত শত মালবাহী ও যাত্রীবাহী গাড়ি । যদিও কিছুক্ষন পর্যন্ত তীব্র প্রবাহে চলে পানীয় জলের জন্য রাস্তা অবরোধ । স্থানীয় এলাকাবাসীরা জানান, বিভিন্ন সময়ে ৩ থেকে ৪ বার ধরে মুঙ্গিয়াকামীর DWS অফিসে গিয়ে পানীয় জলের সু-ব্যবস্থার অভিযোগ করার পরেও DWS-র SDO অমরপ্রেম জমাতিয়া এই মহামারীতে পানীয় জলের অন্য কোন বিকল্প ব্যবস্থা করার উদ্যোগ নেয় নি । এর জন্যই আজ তাঁরা বাধ্য হয়ে জাতীয় সড়ক অবরোধ করে । পরবর্তী সময়ে খবর পেয়ে প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে গেলে এবং ফের একবার পানীয় জলের সুব্যবস্থা করার মতো ঢপের প্রতিশ্রুতির বন্যা ভাসিয়ে দিলে সহজ সরল এলাকাবাসীরা কিছুক্ষন পর জাতীয় সড়ক অবরোধ তুলে নেয় । উল্লেখ্য, পূর্ব থেকে এখন পর্যন্ত বারবার-ই রাম-বাম এর আমলারা উপজাতি গিরিবাসীদের সহজ সরল সুযোগ নিয়ে নিজ প্রয়োজনে তাদের ব্যবহার করেছে । তবুও তাদের বিশ্বাস এইবার হয়তো বা উক্ত দপ্তরের সরকারি কর্মচারীরা তাদের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করবেন । অতঃপর এইবার যদি মুঙ্গিয়াকামীতে স্থানীয় এলাকাবাসীদের মধ্যে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা না হয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন পানীয় জলের জন্য গড়ে তোলা হবে বলে জানান একজোট এলাকাবাসী ।
রাজ্য
জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ উপজাতি গিরিবাসীদের
- by janatar kalam
- 2020-10-13
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this