2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

বিদ্যালয় স্তর থেকে গ্রাম পঞ্চায়েত স্তর পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগ নিয়ে সচেতনতার উদ্দেশ্যে পালিত হল আন্তর্জাতিক ডিজাস্টার রিডাকশন ডে

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- আজ 13 ই অক্টোবর পশ্চিম জেলা ডিজাস্টার দফতরের উদ্যোগে আন্তর্জাতিক ডিজাস্টার রিডাকশন ডে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের উপস্থিত ছিলেন জেলাশাসক শৈলেশ কুমার যাদব। এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে আজকের এই দিনটির গুরুত্ব তুলে ধরে তিনি জানান রাজ্যে বন্যা, অগ্নিকাণ্ড, ভূমিকম্প এই সমস্ত যে প্রাকৃতিক দুর্যোগ রয়েছে সেই সমস্ত দুর্যোগ থেকে কিভাবে নিজেদের সুরক্ষিত রাখা যায় সে বিষয়ে অবগত করার উদ্দেশ্যেই 1 সচেতনতা কর্মসূচি আয়োজন বলে। তাছাড়া এই অনুষ্ঠানকে কেন্দ্র করে তিনটি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে যার মধ্যে রয়েছে দপ্তরের এর সমস্ত কর্মীদের জন্য শপথ নেওয়া এবং এই দিনটিকে কেন্দ্র করে রাজধানী বনেদি স্কুল উমাকান্ত স্কুল ময়দানে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় পাশাপাশি রাজ্যের প্রাথমিক বিদ্যালয় স্তর থেকে গ্রাম পঞ্চায়েত স্তর পর্যন্ত দুর্যোগ মোকাবেলা করার ক্ষেত্রে সচেতনতা বজায় রাখার উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন বলে জানান তিনি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service