জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- সারা রাজ্যে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে বীরচন্দ্র মনুর 33 তম শহীদান দিবস। সোমবার রাজধানীর কের চৌমুহনী এলাকায় বীরচন্দ্র মনুর 33 তম শহীদান দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সিপিআইএম নেতৃত্বরা বীরচন্দ্র মনুর ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে সিপিএম নেতা শুভাশিস গাঙ্গুলী বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান যে লাল পতাকা তুলতে গিয়ে আজকের এই দিনে যারা শহীদ হয়েছিলেন তাদের এই তাগ রাজ্যবাসী ভুলবে না বলে। এদিকে এদিন ভানু ঘোষ স্মৃতি ভবনের সামনে বীরচন্দ্র মনুর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এই দিনের এই কর্মসূচি থেকে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম উপ বিরোধী দলনেতা বাদল চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে 32 তম শহিদান দিবসে বিজেপি শাসিত জোট সরকার এই শহীদান দিবসটিকে বানচাল করার চেষ্টা চালিয়েছিল কিন্তু শত শত মানুষের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন হওয়ায় এরা ব্যর্থ হয়েছিলেন। রাজ্যে কংগ্রেস এবং টি ইউ জি এস জোট সরকারের আমলে বীরচন্দ্র মনু তে দখল হওয়া পার্টি অফিসটি জনগণের স্বার্থে কাজ করার জন্য পুনরায় খোলার জন্য লাল পতাকা তুলতে গিয়ে যে 11 জন শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজ্যবাসী কোনদিন ভুলছেনা বলে দাবি করছেন সিপিআইএম নেতৃত্বরা। তাছাড়া এদিন সিপিআইএম দলীয় কার্যালয় বীরচন্দ্র মনুর শহীদান দিবস পালনের মধ্য দিয়ে অভিযোগ আনলেন বীরচন্দ্র মনু এলাকায় এ বছর এই শহীদান দিবস পালন থেকে স্থগিত রইলেন বিরোধী দলের নেতাকর্মীরা কেননা গতকাল বাইক মিছিল এর নাম করে বীরচন্দ্র মনু এলাকায় শাসক দলের গুন্ডা বাহিনীর বাড়ি বাড়ি গিয়ে যেভাবে হামলা হুজ্জুতি চালাচ্ছিল তা পরিলক্ষিত করে, কেননা এবার এই শহীদান দিবস পালন করার মানেই ছিল আরো কিছু নেতাকর্মীদের শহীদ হতে দেওয়া বলে ১৯৮৮ সালে যে মর্মান্তিক কায়দায় খুন করা হয়েছিল নেতৃত্বদের, বর্তমান সময়েও সেই একই কায়দায় বিরোধীদের দমানোর চেষ্টা চালাচ্ছে শাসক দল বলে মনে করছেন বর্তমান বিরোধী দল সিপিআইএম।
রাজ্য
রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত হল বীরচন্দ্র মনুর শহীদান দিবস
- by janatar kalam
- 2020-10-12
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this