জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- আসছে শারদীয়া উৎসব, পূজোর এই সময়ে অন্যান্য বছর যে জায়গায় রাজধানীর কাপড়ের বাজারগুলিতে যে ভীড় দেখা যেত তা লক্ষনীয় ছিল এবং ব্যবসায়ীদের উপার্জন ও ভাল হত। কিন্তু এবছর ভিলেন সাজল করোনা ভাইরাস, এই করোনা সংক্রমন রোধে কেন্দ্র সরকার গোটা দেশে লক ডাউন ঘোষনা দিয়েছিল যার ফলে অর্থনৈতিকভাবে ভেঙ্গে পড়ে ব্যবসায়ীদেএ একাংশসহ শ্রমজীবী অংশের মানুষরা। তাই এবছর পূজোর মরশুমেও ব্যবসায় মন্দা চলছে ব্যবসায়ীদের, তাদের একমাত্র অভিযোগ মহামারী করোনা ভাইরাসের আতংকের কারনেই তাদের এই দুর্দিন বলে। বিগত দিনে পুজোর এই মরশুমে ব্যবসায়ীরা চুটিয়ে ব্যবসা করেছেন, কিন্তু এবছরের ব্যবসা বানিজ্য নিয়ে মাথায় হাত ব্যবসায়ীদের সবাই মার কাছে প্রার্থনা করছেন এই মহামারীকে পরাস্ত করে পৃথীবিতে যেন শান্তি ফিরে আসে।
রাজ্য
করোনা কারনে পূজোর বাজারের ব্যবসায় মন্দা
- by janatar kalam
- 2020-10-08
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this