2024-12-18
agartala,tripura
রাজ্য

মহামারী করোনা পরিস্থিতিতে আর্থিক ক্ষতির সম্মুখীন আখ চাষীরা

জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি:- করোনা মহামারী চলায় আর্থিক ক্ষতির সম্মুখীন আখ চাষীরা। বাজারে আখ বিক্রি করে সঠিক মূল্য পাচ্ছে না আখ চাষীরা। এমনটাই অভিমত উদয়পুর মহকুমা ধীন বাগমা বারভাইয়া স্থিত নালিয়ামুড়ার বাসিন্দা বিশ্বজিত ঘোষ। এই বিষয়ে আখ চাষী বিশ্বজিত সরকার জানান উনি গত 15/20 বছর যাবত আখ চাষ করে আসছেন। বছরে একবার ই আখ চাষ করে বাজারজাত করে বিক্রি করে থাকেন। অন্যান্য বার লাভের মুখ দেখলেও এই বছর তেমন লাভের মুখ দেখা যাচ্ছে না। যার ফলে এইবছর মাথায় চিন্তার ভাঁজ বিশ্বজিত বাবুর। তাই সরকারী সাহায্যের দাবী জানান আখ চাষী বিশ্বজিত বাবু।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service