জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- শারদীয় দুর্গোৎসব যত এগিয়ে আসছে শ্রমিকরা তাদের মজুরি জন্য অফিসে ঘোরাঘুরি করলে ও রেগার মজুরি কিন্তু পাচ্ছেন না তারই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আগরতলার 13 নম্বর ওয়ার্ড ঘেরাও করল রেগার শ্রমিকরা। বিগত বেশ কয়েক মাস যাবত পৌরনিগমের শ্রমিকরা সময় মত কাজ করে ফেলেছেন কিন্তু তাদের কাজের টাকা এখন পর্যন্ত মিটিয়ে দেন নি 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। রেগার মজুরির জন্য বার কয়েক ওয়ার্ড আফিসে যাতায়ত করতে হয়েছে রেগার মজুরি প্রাপক শ্রমিকদের। অতি দ্রুত তাদের সমস্যা সমাধান না করলে বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানান মজুরি প্রাপক শ্রমিকরা।
রাজ্য
রেগা পেমেন্টের দাবীতে ১৩নং ওয়ার্ড ঘেরাও করল রেগা শ্রমিকরা
- by janatar kalam
- 2020-10-08
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this