2024-12-17
agartala,tripura
রাজ্য

বেহাল চিকিৎসা পরিষেবার জন্য হাসপাতালে আসতে চাইছে না মানুষ, অনিহা প্রকাশ করছেন কোভিড টেস্টে ও – শৈলেশ কুমার যাদব

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- রাজ্যে ক্রমাগতভাবে বেড়ে চলছে করোনা সংক্রমনের সংখ্যা। রাজ্যের পশ্চিম জেলায় করোনা সংক্রামিত ব্যক্তিরা যারা হোম কোয়ারান্টিনে রয়েছেন তাদের কোন সমস্যা রয়েছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখতে নতুন উদ্যোগ নিল প্রশাসন। বলা চলে বর্তমানে রাজ্যের চিকিৎসার পরিসেবার বেহাল অবস্থার জন্য সাধারণ মানুষ হাসপাতালে যেতে ভয় পাচ্ছে তাছাড়া করোনা পরীক্ষা করাতেও অনীহা প্রকাশ করছে সাধারণমানুষ। সেদিকে লক্ষ্য রেখে প্রশাসনের পক্ষ থেকে করোনা সংক্রামিত ব্যক্তিরা যারা হোম কোয়ারান্টিনে রয়েছেন তাদেরকে প্রতিনিয়ত বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করার কাজ শুরু হলো আজ থেকে এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো যারা করোণা সংক্রমণে সংকটজনক অবস্থায় রয়েছেন তাদেরকে দ্রুত উদ্ধার করে চিকিৎসা পরিষেবা প্রদান করার জন্য হাসপাতালে আনা যায় সেদিকে লক্ষ্য রেখে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন মহকুমা শাসক শৈলেশ কুমার যাদব মহোদয়। হোম কোয়ারান্টিনে থাকা করোনা সংক্রামিত ব্যক্তি দের সরকারি সুযোগ-সুবিধা প্রদান করার উদ্দেশ্যেই হইত প্রশাসনের এই পদক্ষেপ বলে ধারণা শুভবুদ্ধি সম্পন্ন একাংশের।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service