জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- হাই লেভেল মড্যুলিটি কমিটি যেটা মিনিস্ট্রি অফ হোম এফেয়ার্স থেকে কমিটি গঠন করা হয়েছে সেটাকে পূর্ণাঙ্গ রূপ দিয়ে রিপোর্ট প্রদান করা এবং জেলা অঞ্চলগুলোকে পূর্ণাঙ্গ ক্ষমতা প্রদান করার 125 তম সংবিধান সংশোধনী দিয়ে যেটা রাজ্য সরকারের বিধানসভার দিল্লি পাঠানো হয়েছিল সেটাকে লোকসভা ও রাজ্যসভায় পেশ করে পূর্ণাঙ্গ আইন হিসেবে বিবেচিত করে তা কার্যকরী করা ও তাদের মূল দাবি তিপ্রা ল্যান্ড এর দাবি নিয়ে আগামী 15 তারিখ রাজ্যের এডিসি এলাকাগুলোতে 24 ঘন্টা বনধ ডেকেছে আইপিএফটি শাখা সংগঠন বুধবার রাজধানী আগরতলা প্রেসক্লাবে এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে এ কথা জানালেন আইপিএফটি মুখপাত্র মঙ্গল দেববর্মা। রাজ্যে 2018 বিধানসভা নির্বাচনে এই তিপ্রাল্যান্ডের দাবী নিয়ে নির্বাচনের বৈতরণী পার হয়েছিলেন আইপিএফটি দল তাদের ভোটে জেতার কৌশল সেই কৌশলে সাফল্য অর্জন করেছিলেন। কিন্তু সামনে এ ডি সি নির্বাচন সেই নির্বাচনে আবারও তিপ্রা ল্যান্ডের দাবি নিয়ে ভোটে জেতার যে কৌশল নিয়েছেন আইপিএফটি দল সেটাতে কতটুকু সাফল্য অর্জন করতে পারে আইপিএফটি দল সেটাই এখন দেখার।
রাজ্য
আগামী ১৫ই অক্টোবর ২৪ঘন্টা বনধের ডাক দিল আইপিএফটি
- by janatar kalam
- 2020-10-07
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this