2024-12-15
agartala,tripura
রাজ্য

পনের দায়ে প্রাণ গেল এক গৃহবধূর। অভিযুক্ত স্বামী গ্রেপতার

আবার ও পনের দায়ে প্রাণ গেল এক গৃহবধূর । মৃতার বাড়ি রাজধানীর চন্দ্রপুর নাথ পাড়া এলাকায় । ঘটনার খবর পেয়ে মৃতার বাড়িতে ছুটে যান রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী । এই ঘটনায় জড়িত অভিযুক্ত স্বামীকে গ্রেপতার করেছে পুলিশ। এদিন মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন সম্ভবত পনজনিত ও স্বামী মাদকে আসক্ত হওয়ায় এই ঘটনার মূল কারন । এইভাবে দিন পর দিন যে গৃহবধূর মৃত্যু হচ্ছে তা রোধ করতে সমাজের সকল অংশের মানুষকে এগিয়ে আসতে হবে, এবং এইসব ঘটনা যাতে রাজ্যে আর না ঘটে তার জন্যে রাজ্য মহিলা কমিশন সবসময় তদন্ত চালিয়ে যাওয়ার আশ্বাস দেন, পাশাপাশি তিনি সমাজের মানুষদের কাছে আহ্বান রাখেন যে যদি এই ধরণের ঘটনা ঘটার কোন সম্ভাবনা লক্ষ করেন তাহলে প্রশাসনের দ্বারস্থ হওয়ার জন্য ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service