জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শিক্ষকতায় বিশেষ অবদানের জন্য এবার বেশ কয়েকজন শিক্ষককে সম্মাননা জানালো বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা। রাজধানী আগরতলার জয়নগর স্থিত ডঃ বি আর আম্বেদকর স্কুলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার। বলা চলে রাজ্যের শিক্ষার্থীদের হয়ে কাজ করছে বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা। এই সংস্থা এবার শিক্ষকতায় বিশেষ অবদানের জন্য বেশ কয়েকজন শিক্ষককে প্রদান করলো সম্মাননা। মঙ্গলবার আগরতলা জয়নগর স্থিত ডক্টর বি আর আম্বেদকর স্কুলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বেশ কয়েকজন শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিল মেধা অন্বেষা। আর এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, সাংবাদিক সেবক ভট্টাচার্য, ত্রিপুরা সড়ক পরিবহন উন্নয়ন নিগমের ভাইস চেয়ারম্যান সমর রায়সহ আরো বিশিষ্টজনের। এদিন শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, এই সমাজের প্রতি প্রত্যেকেরই কিছু না কিছু দায়িত্ব রয়েছে। তাই এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারলেই এগিয়ে যাবে সমাজ ব্যবস্থা। রাজ্য সরকারও চাইছে সার্বিক দিক দিয়ে সামাজিক পরিবর্তনের।
রাজ্য
শিক্ষা
রাজ্য সরকারও চাইছে সার্বিক দিক দিয়ে সামাজিক পরিবর্তনের : মেয়র
- by janatar kalam
- 2023-09-26
- 0 Comments
- Less than a minute
- 1 year ago
Leave feedback about this