2024-12-19
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

রাজ্য যুবমোর্চা সভাপতির আহ্বানে প্রতিটি মণ্ডল ও বুথ স্তরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ক্রমেই নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য।কেটে ফেলা হচ্ছে বৃক্ষ মানুষের প্রয়োজনের তাগিদে। কিন্তু সেই পরিমাণ গাছ লাগানো হচ্ছে না। এর প্রভাবে দিনের পর দিন পড়ছে জনজীবনে। ফলে প্রতি বছর বাড়ছে গরমের তিব্রতা। কমে যাচ্ছে বৃষ্টির পরিমাণ। এবছরও তারই লক্ষ্মন দেখা যাচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তের সঙ্গে ত্রিপুরায়ও। তীব্র তাপ প্রবাহের জেরে কার্যত নাজেহাল আমজনতা।

প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। তাই বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে সপ্তাহ ব্যাপী কর্মসূচী নিয়েছে ভারতীয় জনতা যুব মোর্চা। সংগঠনের রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব জানান, ৪ মে পর্যন্ত রাজ্যের প্রতিটি মণ্ডল ও বুথ স্তরে সংগঠনের কার্যকর্তারা বৃক্ষরোপণ করবেন। পাশাপাশি মানুষকে সচেতন ও বৃক্ষ রোপণে উৎসাহ দেবেন।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service