2024-12-16
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন বিজেপির দালাল হিসাবে কাজ করছেন : যুব কংগ্রেস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে ক্রমাগত লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার। অভিযোগ অথচ রাজ্য মানবাধিকার কমিশন নীরব ভূমিকা অবলম্বন করে চলেছে। রাজ্যে ঘটে যাওয়া একের পর এক ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য মানবাধিকার কমিশনের অফিস ঘেরাও করল সদর জেলা কংগ্রেস। শনিবার সদর জেলা কংগ্রেসের উদ্যোগে শ্যামলীবাজারস্থিত রাজ্য মানবাধিকার কমিশনের অফিসে ঘেরাও করা হয়।

মানবাধিকার কমিশনের অফিসের সামনে থাকা সাইনবোর্ড কালো কাপড় দিয়ে ঢেকে দেয় কংগ্রেস কর্মীরা। এদিনের কর্মসূচি থেকে কংগ্রেসের এক প্রতিনিধিদল মানবাধিকার কমিশনের কার্যালয়ে গিয়ে মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন অবসরপ্রাপ্ত বিচারপতি এসসি দাসের কাছে ডেপুটেশান প্রদান করে। কর্মসূচীতে উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীল কমল সাহা সহ অন্যান্যরা।

প্রদেশ যুব কংগ্রেস সভাপতি অভিযোগ করেন বর্তমানে রাজ্যে একের পর এক অপরাধ জনিত ঘটনা ঘটে চলছে। অথচ নীরব ভুমিকা পালন করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। রাজ্য মানবাধিকার কমিশনও নীরব ভুমিকা পালন করছে। রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন বিজেপির দালাল হিসাবে কাজ করছেন বলেও অভিযোগ তাঁর। তাই এর প্রতিবাদ জানিয়ে তারা এদিনের আন্দোলনে শামিল হয়। এদিকে বিক্ষোভ স্থলে ছুটে যান পুলিশও।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service