2024-12-16
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

রাজ্য বাসির কাছে আধুনিক ত্রিপুরার রুপকার হিসেবে অধিক পরিচিত ছিলেন মহারাজা : আশীষ 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সারা রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত হল মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৫ তম জন্মদিন। শনিবার এ উপলক্ষে আগরতলার প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গণেও মহারাজার জন্মদিন পালন করা হয়। এদিন মহারাজার প্রতিকৃতিতে পুস্পারঘ্য অর্পণ করেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদিপ রায় বর্মণ সহ অন্যান্য কংগ্রেসের নেতা কর্মীরা। এ উপলক্ষে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ সাহা জানান প্রদেশ কংগ্রেস ভবনে তার জন্ম দিন পালন করা হচ্ছে। তিনি রাজ্য বাসির কাছে আধুনিক ত্রিপুরার রুপকার হিসেবে অধিক পরিচিত। তার চিন্তাধারা স্থাপনা দেশ বিদেশে প্রসারিত। এহেন ব্যক্তিত্ব আজও সমান প্রাসঙ্গিক। তিনি অত্যন্ত প্রজাসুলভ ছিলেন। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এদিন মহারাজার জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service