2025-04-19
Ramnagar, Agartala,Tripura
পর্যটন রাজ্য

রাজ্যে সি-প্লেন পরিষেবা চালু হলে পর্যটকদের জন্য নতুন অভিজ্ঞতার সঞ্চার হবে: পর্যটনমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-রাজ্যের পর্যটন শিল্পকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে বর্তমান সরকার নানা পদক্ষেপ নিয়েছে। এই পদক্ষেপের অঙ্গ হিসেবে রাজ্যে সি-প্লেন পরিষেবা চালু হলে তা নিশ্চিত ভাবেই অভিনব উদ্যোগ হিসেবে চিহ্নিত হবে। আজ সচিবালয়ের এক নং ভিডিও কনফারেন্স হলে সি-প্লেন পরিচালনার বিষয়ে মেরি টাইম এনার্জি হেলি এয়ার সার্ভিসেস প্রাইভেট লিমিটেড (MEHAIR) -এর সাথে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন।

সভায় পর্যটন মন্ত্রী বলেন, রাজ্যের বর্তমান সরকার পর্যটন ব্যবস্থাকে আকর্ষনীয় করতে নতুন নতুন পন্থা অবলম্বন করছে। রাজ্যে সি-প্লেন পরিষেবা শুরু হলে পর্যটকদের জন্য নতুন অভিজ্ঞতার সঞ্চার হবে। রাজ্যে পর্যটকদের আগমন বৃদ্ধি পাবে পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। মূলত সভায় ডম্বুর জলাশয়ে এবং রুদ্রসাগরে এই সি-প্লেন পরিষেবা চালু নিয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে মেহের (MEHAIR) কোম্পানির অধিকর্তা সিদ্ধার্থ ভার্মা সচিত্র প্রতিবেদনের মাধ্যমে ভারতে কোম্পানির বর্তমান চলতি পরিষেবা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। অধিকর্তা জানান, দেশের বিভিন্ন রাজ্যে যথা মহারাষ্ট্র, গোয়া, আন্দামান-নিকোবর ইত্যাদি রাজ্যে তাদের পরিষেবা চালু রয়েছে। এই পরিষেবা চালু করার মূল উদ্দেশ্যই হচ্ছে পর্যটনের প্রতি পর্যটকদের আকর্ষণ বৃদ্ধি করা, প্রত্যন্ত অঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় করা। এতে অর্থনীতির শ্রীবৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হয়।

পর্যটন মন্ত্রী সংস্থার অধিকর্তাকে ডম্বুর এবং নীরমহলে এই সি-প্লেন পরিষেবা চালু করার প্রস্তাব দেন এবং তাদের সংশ্লিষ্ট পর্যটন স্থানগুলির পরিদর্শনে আসার আমন্ত্রণ জানান। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, সব কিছু সঠিকভাবে বাস্তবায়িত হলে বর্ষা শুরুর আগেই রাজ্যে এই পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়া হবে। এটি বাস্তবে রূপ পেলে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যেও প্রথম এই রাজ্যে সি-প্লেন পরিষেবা চালু হবে।

আজকের এই ভার্চুয়াল সভায় পরিবহন দপ্তরের সচিব সি. কে. জমাতিয়া, পর্যটন দপ্তরের সচিব ইউ. কে. চাকমা, পরিবহন দপ্তরের অতিরিক্ত সচিব সুব্রত চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও ভার্চুয়াল সভায় ধলাই এবং সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক ও সমাহর্তা উপস্থিত থেকে উল্লেখিত বিষয়ের উপর মতামত ব্যক্ত করেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service