জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট। আর রক্তের সংকট নিরসনে বিভিন্ন জায়গা হচ্ছে রক্তদান শিবির। বৃহস্পতিবার আসাম রাইফেলসের ২১ সেক্টরের উদ্যোগে রক্তদান শিবির হয়। আসাম রাইফেলসের সদর কার্যালয়ে হয় শিবিরটি। উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ আসাম রাইফেলসের আধিকারিকরা।
শিবিরকে ঘিরে আসাম রাইফেলস জোয়ানদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রক্তদান নিয়ে অনেকের মধ্যেই এখনো কিছুটা ভয়-ভীতি রয়েছে ।কিন্তু এই রক্তদানে কোন ভয়ের কিছু নেই। রক্ত দিলে তার তিন মাস পর শরীরে উৎপন্ন হয়ে যায়। একজনের রক্তে চারজন মুমূর্ষ রোগীকে বাঁচানো যায়।
মন্ত্রী বলেন, রাজ্যে রক্তের চাহিদার তুলনায় যোগানে অনেকটা ফারাক রয়েছে। তাই নিয়মিত রক্তদান শিবির সংগঠিত না করলে রক্ত সংকট দেখা দিতে পারে। বিষয়টির দিকে গুরুত্ব দিতে হবে সকলকে। তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে বলেছে যেখানে রক্তদান শিবিরের আয়োজন করা হবে সেখানেই যাতে তারা গিয়ে রক্ত সংগ্রহ করে।
রক্ত সংগ্রহ করতে যেন কোন ধরনের গাফিলতি না হয় তার জন্য বলা হয়েছে। সকল অংশের মানুষকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।
Leave feedback about this