2025-03-10
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

রাজ্যে বেসরকারি তদন্তকারী সংস্থার আত্মপ্রকাশ ঘটল

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীতে বেসরকারি তদন্তকারী সংস্থার গোড়া পত্তন হলো। সংস্থাটির নাম সমাধান। সোমবার রাজধানীর মেট্রো বাজারে এর কার্যালয়ের উদ্বোধন হয়। সংস্হার পরিচালনায় রয়েছেন রাজ্যের অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার সুব্রত চক্রবর্তী।

দেশের বড় বড় শহর গুলির মত ত্রিপুরাতেও গড়ে উঠলো বেসরকারি তদন্তকারী সংস্থা। সোমবার রাজধানীর মেট্রো বাজারে এই বেসরকারি তদন্তকারী সংস্থার কার্যালয়ের উদ্বোধন হয়। এর নামকরণ করা হয় সমাধান। জনগণকে আইনি সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে অনুসন্ধান করতে সাহায্য করবে এই বেসরকারি সংস্থাটি। এই তদন্তকারী সংস্থার পরিচালনায় রয়েছেন রাজ্যের অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার সুব্রত চক্রবর্তী। এই বেসরকারি তদন্তকারী সংস্থা সমাধানের সাথে রয়েছে সাত জনের একটি ল ফার্ম।

পাশাপাশি এই সংস্থাটি ইকোনমিক সার্ভে ,সোশ্যাল সার্ভে এবং পলিটিক্যাল সার্ভের কাজও করবে। পরবর্তী সময়ে ম্যানপাওয়ার সিকিউরিটির কাজও করবে এই সংস্থাটি। সোমবার রাজধানীর মেট্রো বাজারস্হিত সমাধানের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান সংস্থার পরিচালক তথা প্রাক্তন রাজ্য পুলিশের আধিকারিক সুব্রত চক্রবর্তী।

এদিন সাংবাদিক সম্মেলনে প্রাক্তন পুলিশ আধিকারিক সুব্রত চক্রবর্তী জানান, সমাধানের উদ্যোগে আইনি প্রক্রিয়ার কাজও করা হবে। এর জন্য ৭ সদস্যের একটি ল ফার্ম রয়েছে। প্রথমত কনসালটেন্সি ফি নেওয়া হবে। পরে কাজের পরিধি বুঝে সবকিছু নির্ধারণ করা হবে বলে জানান তিনি। প্রসঙ্গত উল্লেখ্য যে এই ধরনের বেসরকারি তদন্তকারী সংস্থা রাজ্যে এই প্রথম।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service