জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- রাজ্যে বিভিন্ন মামলায় সাজা প্রাপ্তির হার ২৯.৮০ শতাংশ। সোমবার বিধানসভায় বিধায়ক গোপাল চন্দ্র রায় আনিত এক প্রশ্নের উত্তরে এই তথ্য জানান স্বরাষ্ট্র দপ্তরের দিয়িত্বপ্রাপ্ত তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী আরো জানান,২০২২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজ্যে মোট ১ হাজার ৫৯৬ জনের সাজা হয়েছে।
রাজ্যে বিভিন্ন মামলায় সাজার হার বৃদ্ধি পাচ্ছে।২০২৪ সালে এর হার ২৯.৮০ শতাংশ। সোমবার বিধানসভায় কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় কর্তৃক আনিত এক তারকাখচিত প্রশ্নের উত্তরে এই কথা জানান স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা।
বিধায়কের অপর একপ্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান ,সাজার হার বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি থানায় স্পেশাল প্রসিকিউশন সেল গঠনের কোন পরিকল্পনা সরকারের আপাতত নেই। তিনি আরো জানান, ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজ্যে মোট ১ হাজার ৫৯৬ জনের সাজা হয়েছে।
মুখ্যমন্ত্রীর উত্তরের পরিপ্রেক্ষিতে কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়কে বলতে শোনা যায় ,রাজ্যে বাইক বাহিনীর উৎপাত কমলেও বাহুবলীদের দাপট বেড়ে গেছে। এই নিয়ে বিধানসভা কিছুটা উৎতপ্ত হয়ে উঠে। তখন বিধায়ক গোপাল চন্দ্র রায় মুখ্যমন্ত্রীর বাসভবনে অধ্যক্ষের উপস্হিতির প্রসঙ্গ টেনে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন।
Leave feedback about this