2025-03-18
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

রাজ্যে বড় মাপের রাবার কারখানার জন্য পেট্রোকেমিক্যালস সেক্টরের প্রসার প্রয়োজন: নবাদল

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে বড় মাপের রাবার কারখানার জন্য পেট্রোকেমিক্যালস সেক্টরের প্রসার প্রয়োজন। উত্তর পূর্বাঞ্চলে পেট্রো ক্যামিকেলস ও সহায়ক সেক্টর এর প্রসারে সুবিধা এবং অসুবিধা শীর্ষক দুই দিনের সেমিনার শুরু হয়েছে রাজধানীর প্রজ্ঞা ভবনে। সেখানে এই কথা বলেন রাজ্যের শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বনিক।

মঙ্গলবার থেকে রাজধানীর প্রজ্ঞা ভবনে দুই দিনের জাতীয় কর্মশালা শুরু হয়। বিষয় হলো উত্তর পূর্বাঞ্চলে পেট্রোক্রমিক্যালস ও অন্যান্য সেক্টর প্রসারে সুবিধা ও অসুবিধা। দুই দিনের এই জাতীয় পর্যায়ের কনফারেন্সের উদ্বোধন করেন রাজ্যের শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বনিক।

সেন্ট্রাল ইনস্টিটিউট অফ পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ও সেন্টার ফর স্কিলিং এন্ড টেকনিকেল সাপোটরে উদ্যোগে আয়োজিত এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিইটি গোহাটি ইনচার্জ অফিসার ডাক্তার হরেকৃষ্ণ ডেকা, ডেফিনেট এর এসেট ম্যানেজার, ওএনজিসি ত্রিপুরার এসেট ম্যানেজার, গেইল ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে টিআইডিসির চেয়ারম্যান নবাদল বণিক জানান ত্রিপুরায় অনেক রাবার প্লান্টেশন থাকা সত্ত্বেও রাবার শিল্পে বড় কোন কোম্পানি গড়ে উঠছে না। বড় রাবার কারখানা গড়ে উঠতে গেলে সিন্থেটিক রাবারের প্রয়োজন। সিন্থেটিক রাবার শিল্পের জন্য রাজ্যে বা উত্তর পূর্বাঞ্চলে পেট্রোকেমিক্যাল সেক্টরের প্রসার একান্ত জরুরি। রাজ্য অথবা উত্তর পূর্বাঞ্চলে পেট্রোকেমিক্যাল সেক্টরের প্রসারের জন্য গেইল ইন্ডিয়া, ওএনজিসি, সিআইপিইটি সহ সংশ্লিষ্ট সংস্থার প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের তরুণ প্রজন্মকে রাবার শিল্প স্থাপনে এগিয়ে আসার আহ্বান জানান নবাদল। তিনি জানান, এর জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। এই সমস্ত প্রকল্প এবং পরিকল্পনাগুলির সুযোগ সুবিধা গ্রহণ করে যুব সমাজ কে রাবার শিল্প স্থাপনে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service