2025-03-17
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

রাজ্যে ধর্ষণ নারী নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে, সরকার নীরব দর্শক: মহিলা কংগ্রেস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মহিলাদের নিরাপত্তা সহ বিভিন্ন দাবিতে রাজ্য জুড়ে আন্দোলনে নামছে প্রদেশ মহিলা কংগ্রেস। ৩৩ শতাংশ মহিলা সংরক্ষন বিল কার্যকর করা, দুস্থ মহিলাদের ঋণ এক কালীন মুকুব করা, মহিলাদের নিরাপত্তা প্রদান, দারিদ্র দূর করা সহ বিভিন্ন দাবিতে আওয়াজ তুলেছে মহিলা কংগ্রেস। সর্ব ভারতীয় মহিলা কংগ্রেস এর সভানেত্রী অলকা লাম্বার নির্দেশে প্রতিটি রাজ্যে আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

রাজ্যেও প্রদেশ মহিলা কংগ্রেস এর প্রস্তুতি নিয়েছে। আগামী ২৩ মার্চ ধর্মনগর, ২৫ মার্চ উদয়পুর, ২৭ মার্চ তেলিয়ামুড়া ও ২৯ মার্চ সদরে আন্দোলনে নামবে মহিলা কংগ্রেস। সোমবার আগরতলায় কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান প্রাদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানী ঘোষ। সঙ্গে ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী অভিযোগ করে বলেন, রাজ্যে ধর্ষণ নারী নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে।

অথচ সরকার নীরব দর্শক। পুলিশ দলদাসে পরিণত হয়েছে। মহিলাদের কোনো নিরাপত্তা নেই। কেন্দ্রীয় সরকার ৩৩ শতাংশ সংরক্ষণের বিল পাশ করালেও তা কার‍্যকর করছে না। মহিলাদের স্বার্থ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে তিনি বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন। এদিকে মহিলাদের নিরাপত্তা ও সামাজিক উন্নয়নের জন্যে মহিলা কংগ্রেস বরাবরই লড়াই আন্দোলন করছে বলে দাবি করেন তিনি।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service