জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে ত্রাণ শিবির খোলা হয়েছে ১৪৫০ টি। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন ৬৫ হাজারের বেশি লোক। একদিনে রাজ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে বৃহস্পতিবার চার জেলায়। সাংবাদিক সম্মেলনে জানালেন রাজস্ব দপ্তরের সচিব ব্রিজেশ পাণ্ডে। রাজ্যের ভয়াবহ বন্যা পরিস্থিতি বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন রাজস্ব দপ্তরের সচিব ব্রিজেশ পাণ্ডে।
উনার সঙ্গে ছিলেন সচিব কিরণ গিত্যে, বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের শরত দাস সহ অন্যরা। রাজস্ব দপ্তরের সচিব জানান, বন্যায় সবচেয়ে খারাপ অবস্থা, গোমতী, পশ্চিম, দক্ষিণ ও ঊনকোটি জেলায়। পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন বৃহস্পতিবারেও। বিভিন্ন দপ্তর কাজ করে চলেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে।
ব্রিজেশ পাণ্ডে জানান রাজ্যে শরণার্থী শিবির খোলা হয়েছে ১৪৫০ টি। শিবিরে আশ্রয় নিয়েছেন ৬৫ হাজার ৪০০ লোক। সারা রাজ্যে বন্যায় এফেক্টেড হয়েছেন প্রায় ১৭ লাখ লোক। রাজস্ব দপ্তরের সচিব আরও জানান, দুইজন নিখোঁজ। বাড়তে পারে মৃতের সংখ্যাও। বুধবার অবধি ছিল ১২। বন্যায় ক্ষতি হয়েছে কৃষি, পরি কাঠামো সহ বিভিন্ন জিনিসের।
প্রকৃত নিরুপনের পর ক্ষতি কেমন হয়েছে জানা যাবে। তিনি জানান বন্যায় বিদ্যুতের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে বিদ্যুতের খুঁটি, ট্রান্সফর্মার, সাব স্টেশনের।রাজস্ব দপ্তরের সচিব আরও জানান রাজ্যে ভূমি ধস পড়েছে ২০৩২ জায়গায়। এর মধ্যে অধিকাংশ জায়গায় ধস সরানো হয়ে গেছে। সমস্ত স্কুল বন্ধ রাখা হয়েছে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত।
Leave feedback about this