জনতার কলম আগরতলা প্রতিনিধি :- রাজভবনে আজ রাজ্যে গ্যাস সরবরাহ ও বিতরণ ব্যবস্থা নিয়ে উচ্চপর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নুর সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে ওএনজিসি ত্রিপুরা অ্যাসেট, ওটিপিসি, নেপকো, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, টিএনজিসিএল, গেইলসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতেই রাজ্যের গ্যাস বিতরণ ও সরবরাহ ব্যবস্থার সামগ্রিক চিত্র তুলে ধরা হয় একটি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে। এতে টিএনজিসিএল-এর পক্ষ থেকে জানানো হয়, পাইপলাইনের মাধ্যমে ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেওয়ার কাজ বর্তমানে উদয়পুর, জিরানিয়া ও মোহনপুর এলাকায় চলছে।
রাজ্যপাল সভায় উপস্থিত সংশ্লিষ্ট সংস্থাগুলির মধ্যে কার্যকর সমন্বয় বজায় রাখার ওপর জোর দেন। তিনি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের প্রতিনিধিদের রাজ্যের প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ পেট্রোলিয়ামজাত জ্বালানি মজুত রাখার নির্দেশ দেন। একই সঙ্গে তিনি সময়মতো ও মান বজায় রেখে উন্নয়নমূলক প্রকল্পসমূহ সম্পন্ন করার আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে এবং রাজ্যপালের সচিব ইউ কে চাকমা।





Leave feedback about this