জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নেশামুক্ত খোয়াই কর্মসূচিতে গত ২৭ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল জেলাভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা। খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে আজ এই প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাপ্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ক্রীড়ামন্ত্রী বলেন, নেশার অভিশাপ থেকে যুব সমাজকে বাঁচাতে সমাজের সকল অংশের মানুষকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, রাজ্যে ক্রীড়া প্রতিভার অভাব নেই। রাজ্যে ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে সরকার অগ্রাধিকার দিয়েছে। সরকার চায় রাজ্যের যুব সম্প্রদায় আত্মনির্ভর হয়ে বিকশিত ত্রিপুরা গঠন হোক। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী, খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিংকু ভট্টাচার্য, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপা দেব, খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশিস নাথ শর্মা সহ খোয়াই জেলার জেলাশাসক চাঁদনী চন্দ্রন প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহরায় (দত্ত)। অনুষ্ঠান শেষে ক্রীড়ামন্ত্রী টিংকু রায় সহ অন্যান্য অতিথিগণ ফুটবল ও ভলিবল খেলায় চ্যাম্পিয়ান ও রানার্স দলকে পুরস্কৃত করেন।
Leave feedback about this