2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

রাজ্যে এসে পুরানো রেকর্ড বাজিয়ে গেলেন অমিত শাহ : কংগ্রেস 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের ত্রিপুরা সফরের পর মুখ খুললো প্রদেশ কংগ্রেস। সাধারণ মানুষের মতো প্রদেশ কংগ্রেসও আশা করেছিল এনইসি-এর বৈঠকে রাজ্যের পিছিয়ে পড়া অংশ বিশেষ করে আদিবাসী অধ্যুষিত এলাকা গুলির উন্নয়নের জন্যে নতুন কিছু ঘোষণা থাকবে। কিন্তু দেখা গেলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বক্তব্যে নতুন কিছুই থাকেনি।

পুরানো রেকর্ড বাজিয়ে গেলেন। শুধুই উন্নয়ন ও সুশাসনের বিজ্ঞপ্তি প্রচার করে গেছেন। এই অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। সোমবার এই বিষয়ে এক সাংবাদিক সম্মেলন করেন তিনি। তিনি অভিযোগ করে বলেন, বন্যা দুর্গতদের জন্যে কেন্দ্রীয় সরকার উপযুক্ত সাহায্য দেয়নি। জলের জন্যে পথ অবরোধ করতে হয়। বিদ্যুৎ, রাস্তাঘাট, স্বাস্থ্যের বেহাল দশা।

আর অমিতশা উন্নয়নের ফিরিস্তি গেয়ে গেছেন। রাজ্যে সার্বিক উন্নয়ন বিজেপি সরকারের আমলে অনেকটা মুথ থুবড়ে পড়েছে বলে এদিন অভিযোগ করেন প্রবীরবাবু। তিনি বলেন, বিজেপি দলীয়করণ ছাড়া সাধারণ মানুষের কিছু করেননি। প্রবীর বাবু তথ্য দিয়ে বলেন, উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের লক্ষে ১৯৭১ সালে উত্তর পূর্বাঞ্চল পরিষদ গঠন হয়েছিল। ২০০১ সালে ডোনার মন্ত্রক গঠিত হয় অর্থ মন্ত্রকের অধীনে। তারপর ২০০৪ সালে পূর্ণাঙ্গ মন্ত্রক হয় ডোনার সাংবাদিক সম্মেলনে প্রবীর চক্রবর্তীর সঙ্গে প্রদেশ কংগ্রেসের সহসভাপতি শান্তিরঞ্জন দেববর্মাও ছিলেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service