2024-12-15
agartala,tripura
রাজ্য শিক্ষা

রাজ্যে এডুকেশন হাব তৈরির লক্ষ্য নিয়ে কাজ করে চলছে সরকার : মুখ্যমন্ত্রী 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৭৫ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানীর প্রাচ্য ভারতি স্কুলে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ,বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় । এদের মধ্যে ছিলেন অর্জুন পুরস্কার প্রাপ্ত জিমন্যাস্ট মন্টু দেবনাথ। দেখতে দেখতে ৭৫ বছর অতিক্রম করে ৭৬ তম বর্ষে পদার্পণ করল রাজধানীর পাচ্য ভারতী বিদ্যামন্দির।

এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী । এদিন উদ্বোধনী ভাষণে বক্তব্য রাখতে গিয়ে বিদ্যালয়ের ফেলে আসা দিনগুলির কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান,বর্তমান রাজ্য সরকার গুণগত শিক্ষার প্রসারে ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। রাজ্যে এডুকেশন হাব তৈরির লক্ষ্য নিয়ে কাজ করে চলেছি আমরা।

তিনি বলেন, বিদ্যালয় হল পূর্ণাঙ্গ শিক্ষা প্রাপ্তির পবিত্র স্থান ।পড়াশুনার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ,খেলাধুলা সহ বিভিন্ন দিক দিয়ে ছাত্রছাত্রীদের পূর্ণাঙ্গ শিক্ষায় শিক্ষিত হওয়ার সুজগ গ্রহনের পরামর্শ দেন তিনি।

পাশাপাশি এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য । তিনি বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তিনি সচেষ্ট থাকবেন বলে জানান। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় ।সংবর্ধিত প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে ছিলেন অর্জুন পুরস্কার প্রাপ্ত জিমমাস্ট মন্টু দেবনাথ। ছিলেন নারায়ন দেবনাথ সহ অন্যান্যরা ।এই অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা রক্তদান শিবিরে এলাকাবাসী ও বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে ৩৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service