2025-07-31
Ramnagar, Agartala,Tripura
রাজ্য স্বাস্থ্য

রাজ্যের স্বাস্থ্যকর্মীগণ যক্ষ্মা রোগের বিরুদ্ধে লড়াইয়ে বিশেষ সাফল্য অর্জন করেছেন: রাজ্যপাল

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যক্ষ্মা মুক্ত ত্রিপুরা গড়ে তুলতে জনপ্রতিনিধি এবং সাধারণ নাগরিকদের ব্যক্তিগতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাজাপাল ইন্দ্রসেনা রেডি নান্নু। যক্ষ্মা রোগের বিষয়ে সচেতনতা তৈরি করতে বিভিন্ন মহাবিদ্যালয়ে টিবি মুক্ত ক্লাবে যোগদান করতেও রাজাপাল যুবাদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ সকালে রাজভবনের দরবার হলে রাজভবন ওয়েব পোর্টাল ও ই-বুক এবং ‘জন জন কা রাখে ধ্যান’ টিবি মুক্ত ভারত অভিযানের উদ্বোধন করে রাজ্যপাল এই আহ্বান জানান। রাজ্য সরকারের গ্রামীণ স্বাস্থ্য মিশনের উদ্যোগে এই অভিযানের আয়োজন করা হয়েছে।

রাজ্যপাল বলেন, রাজ্যের স্বাস্থ্যকর্মীগণ যক্ষ্মা রোগের বিরুদ্ধে লড়াইয়ে বিশেষ সাফল্য অর্জন করেছেন। রাজ্যের প্রতিটি জেলায় আধুনিক ডায়গনস্টিক সেন্টার স্থাপন করা হয়েছে। তাছাড়া টিবি মুক্ত ত্রিপুরা গড়তে রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে টিবি মুক্ত পঞ্চায়েত, বিশেষ পুরস্কার প্রতিযোগিতা, এআই-এর মাধ্যমে কফ পরীক্ষা, চা বাগান এবং রাবার বাগান এলাকায় বিশেষ পরীক্ষার ব্যবস্থা ইত্যাদি। এই অনুষ্ঠানে রাজ্যপাল বিভিন্ন জিলা পরিষদের সভাধিপতি, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, বিএসি’র চেয়ারম্যান সহ জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি আনুষ্ঠানিকভাবে ২ জন যক্ষ্মা আক্রান্ত রোগীর পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, ধলাই জিলা পরিষদের সভাধিপতি সুষ্মিতা দাস, দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস সহ বিভিন্ন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানগণ, রাজ্যপালের সচিব উত্তম কুমার চাকমা, জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা সাজু বাহিদ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্টেট টিবি অফিসার ডা. নুপুর দেববর্মা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service