2024-12-15
agartala,tripura
রাজ্য

রাজ্যের মাটির বাটিকা পৌঁছেছে রাজধানীতে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজাদীকা অমৃত মহোৎসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মেরে মাটি মেরি দেশ কর্মসূচি রূপায়ণে তোর জোর চলছে প্রশাসনিক স্তরে । প্রতিটি পঞ্চায়েত, জেলা মহকুমা,নগর পঞ্চায়েত ও পুর পরিষদ থেকে মাটির বাটিকা এসে পৌঁছেছে আগরতলা পুর নিগমে । নিগমের মেয়র দীপক মজুমদার প্রত্যেকের কাছ থেকে মাটির বাটিকা গ্রহণ করেছেন । আগামী ১৫ আগস্ট এর আগে সেই মাটি গিয়ে পৌঁছবে দিল্লিতে । সেখানে প্রত্যেক রাজ্যের মাটি একত্রিত করা হবে । ভারতবর্ষের এক দেশ এক মাটি ও সব রাজ্যের মানুষের মধ্যে একাত্মবোধ, দেশপ্রেম ও ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলার লক্ষ্যেই মূলত এই কর্মসূচি হাতে নিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বললেন মেয়র দীপক মজুমদার।

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service