জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পূর্বতন সরকারের সময়ে ঘুম থেকে উঠেই শুরু হয়ে যেত বিভিন্ন সংগঠনের নামে চাঁদা তোলা। বর্তমানে এই চাঁদা সংস্কৃতি বন্ধ হয়েছে বলে দাবি করলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে হয় টি সেলের বৈঠক।
লোকসভা নির্বাচনকে সামনে রেখে শাসক দলের বিভিন্ন সংগঠনের সাংগঠনিক বৈঠক করা হচ্ছে। এরই অঙ্গ হিসেবে এদিন টি সেলের বৈঠক করা হয়। এতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের প্রাক্তন চেয়ারম্যান সন্তোষ সাহা, টি সেলের কনভেনার সহ অন্যরা।
প্রদেশ বিজেপি সভাপতি এদিন বলেন,নির্বাচনকে সামনে রেখে চা শ্রমিক সুবিধাভোগীদের কাছে যেতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা প্রত্যেক বাগানে বাগানে পৌঁছে দিতে হবে লিফলেটের মাধ্যমে। কেন্দ্র- রাজ্য সরকার কি কি প্রকল্পের মাধ্যমে উন্নয়ন করেছে তা প্রচারে নিয়ে যেতে হবে।
রাজীব বাবু বলেন, আগামী দিনে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা হবে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার লক্ষে সমাজের প্রতিটি অংশের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করা হবে। পাশাপাশি চা শ্রমিকদের নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে বলেও তিনি জানান। এদিন বৈঠক থেকে আহ্বান জানানো হয় রাজ্যের দুটি আসনে বিজেপিকে বিপুল ভোটে জয়ী করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করার।
Leave feedback about this