জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের দুই স্বনামধন্য প্রয়াত চিকিৎকদের পরিবারের লোকজনদের সমাবেদনা জানালেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। রাজ্যে চিকিৎসা পরিষেবায় এই দুই প্রয়াত চিকিৎসকই বিশেষ ভূমিকা পালন করেছেন। রাজ্যের চিকিৎসা জগতে তাদের যথেষ্ট অবদান রয়েছে বলে সংশ্লিষ্ট পরিবাদের সঙ্গে কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা আজ আগরতলার জয়নগরে প্রয়াত চিকিৎসক রাসমোহন সরকারের বাড়িতে যান।
একই দিন তিনি কের চৌমুহনীতে ডাঃ সুনীল রঞ্জন দেবের বাসভবনে গিয়েছেন। প্রয়াতের পরিবার পরিজনদের সমবেদনা জানান মুখ্যমন্ত্রী। তাদের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাও সম্মান জানিয়েছেন তিনি। উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের মেডিসিন বিশেষজ্ঞ সুনীল রঞ্জন দেব প্রয়াত হয়েছেন। অন্যদিকে, শুক্রবার প্রয়াত হন স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক রাসমোহন সরকার।
মুখ্যমন্ত্রী এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন ডাঃ রাসমোহন সরকার ও সুনীল রঞ্জন দেব সর্গগত হয়েছেন। আজ উভয়ের আমার বিনম্র শ্রদ্ধা আপন করি। চিকিৎসা ক্ষেত্রে তাদের অসামান্য অবদান চির স্মরনীয় হয়ে থাকবে। চিকিৎসা ক্ষেত্রে তাঁরা দুইজনই বিশেষ ভূমিকা পালন করেছেন। আমি উভয়ের শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি আমার গভীর সমবেদনা জ্ঞাপন করি।
Leave feedback about this