জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উত্তর-পূর্ব ছাত্র ও যুব সংসদ ২০২৫ নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে গত ৯ থেকে ১১ মার্চ। সেখানে ত্রিপুরা রাজ্যের ভূমিকা কি ছিল তা এ বি ভি পি এর ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে তুলে ধরা হয়েছে। সোমবার আগরতলা প্রেস ক্লাবে সংগঠনের পক্ষথেকে এক সাংবাদিক সম্মেলন করা হয়। সেখানে সংগঠনের নেতৃত্ব বাজার বাজেট নিয়েও আলোচনা করেন।
শিক্ষাক্ষেত্র, ছাত্র কল্যাণ ও যুব উন্নয়নের উপর এর কি প্রভাব গড়বে তা নিয়ে আলোচনা করেন তারা। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে রাজ্যের ছাত্রসমাজের স্বার্থে একটি দিশা নির্ধারণের চেষ্টা করেন তারা। শিক্ষাক্ষেত্র ও যুব উন্নয়নের ক্ষেত্রে এবিভিপি এর ত্রিপুরা প্রদেশে এক ইতিবাচক আলোকপাত করবে বলে দাবি করেন সংগঠনের নেতৃত্ব।
Leave feedback about this