জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দেশের গণতন্ত্রপ্রিয় মানুষ লোকসভায় দুই হাত ভরে আশীর্বাদ করেছেন নরেন্দ্র মোদীকে। তৃতীয় বারের জন্য নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করেছেন দেশকে সেবা করার জন্য। দেশের জনগণ নরেন্দ্র মোদীর উপরে ভরসা রেখেছেন। তাই গণদেবতাদের অভিনন্দন জানিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় বিজয় মিছিল হচ্ছে ভারতীয় জনতা পার্টির তরফে। রবিবার বিজয় মিছিল হয় আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ড এলাকায়।
উপস্থিত ছিলেন বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম সাহা, বিধায়িকা মিনা রানী সরকার, টাউন বড়দোয়ালি মণ্ডলের সভাপতি সঞ্জয় সাহা, ওয়ার্ডের কর্পোরেটর অলক রায় সহ অন্যরা। বিজয় মিছিল ওয়ার্ড এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিন বিজয় মিছিলে বিজেপি কর্মী-সমর্থকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
এদিন বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য বলেন, সমস্ত রেকর্ড ম্লান করে দিয়ে রাজ্য থেকে দুটি পদ্মফুল মোদীজীকে উপহার দেওয়া হয়। তিনি জানান পশ্চিম লোকসভা আসনের অধীন টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রে পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে সবচেয়ে বেশি ভোট পেয়েছে বিজেপি।
Leave feedback about this