2024-12-15
agartala,tripura
রাজ্য শিক্ষা

রাজ্যেও বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হলো শিক্ষক দিবস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতিবছর ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয়। রাজ্যেও বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়।শিক্ষক দিবসকে সামনে রেখে প্রতিবছর ৪ সেপ্টেম্বর রাজ্যের বিভিন্ন স্কুলে বড় ক্লাসের দাদা- দিদিরা পাঠদান করেন ছোট ক্লাসে। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি।বুধবার উঁচু ক্লাশের ছাত্র ছাত্রীরা নিচু ক্লাশের ছাত্র ছাত্রীদের পাঠদান করেন।

দীর্ঘ দিনের এই প্রথা এদিন রাজ্যের বিভিন্ন স্কুল গুলিতে পরিলক্ষিত হয়। রাজধানীর একাধিক স্কুলে এই চিত্র ধরা পড়ে। রাজধানীর নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের বড় ক্লাসের দাদা- দিদিরা ছোট ক্লাসে পাঠদান করেন। তাদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়। এক জন সফল মানুষের পেছনে শিক্ষকের যে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, তা নতুন নয়। সেই শিক্ষক যে পড়াশোনার ক্ষেত্রেই হতে হবে, তা নয়। তিনি থাকতে পারেন জীবনের যে কোনও ক্ষেত্রেই।

তিনি তাকে জীবনে চলার পথে পরামর্শ দেবেন। ব্যর্থতায় পাশে দাঁড়িয়ে উৎসাহ দেবেন। সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে দেবেন। তিনি তাকে শুধু সফল নয়, একজন ভাল মানুষ হতে শেখাবেন। এমনই একজন আদর্শ শিক্ষক ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ। ১৮৮৮ সালের ৫ সেপ্টেম্বর তামিলনাডুর তিরুট্টানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। উনার জন্মদিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service