2025-01-02
Ramnagar, Agartala,Tripura
রাজ্য শিক্ষা

রাজ্যেও পালিত হলো জাতীয় বিজ্ঞান দিবস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা স্টেট কাউন্সিল ফর সাইন্স টেকনোলজির উদ্যোগে জাতীয় বিজ্ঞান দিবস উদযাপন করা হয় আগরতলা সুকান্ত একাডেমিতে। জাতীয় বিজ্ঞান দিবসে আলোচনা পর্ব শেষে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য এক শুভযাত্রা।শোভা যাত্রায় অংশগ্রহণ করেছেন রাজ্য সরকারের অর্থ দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় এবং স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গীত্তে সহ সাইন্স এন্ড টেকনোলজি দপ্তরের সচিব ডক্টর কে সসিকুমার সহ অন্যান্য আধিকারিকরা।

এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী প্রাণজিৎ সিংহ রায় বলেন বিজ্ঞান ছাড়া আমাদের এক সেকেন্ডও বেঁচে থাকার অধিকার নেই। তাই বিজ্ঞানের উপর ভর করেই প্রতিনিয়ত আমাদের চলতে হয়। বিজ্ঞান আমাদের কাছে একদিকে যেমন আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে বিজ্ঞানের কিছু কিছু কুপ্রভাবও আছে। আমাদেরকে কুপ্রভাবগুলি থেকে দূরে সরে বিজ্ঞানের শুধুমাত্র ভালো প্রভাব গুলিকেই গ্রহণ করতে হবে। তখনই বিজ্ঞান আমাদের কাছে আশীর্বাদ হয়ে দাঁড়াবে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service