2024-11-25
agartala,tripura
রাজ্য

রাজ্যব্যাপী ছেলে-মেয়েদের অনুর্ধ্ব-১৪ বছর মধ্যে লোকসঙ্গীত প্রতিযোগিতার আয়োজন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা লোক সংস্কৃতি সংসদ এর পক্ষ থেকে আগতলার প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্তিত ছিলেন ত্রিপুরা লোকসংস্কৃতি সংসদ এর সম্পাদক লিটন দে,সভাপতি অরুন নাথ সহ সংসদের অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে অরুন নাথ বলেন লোক সঙ্গীতকে জনপ্রিয় করে তোলার উদ্দেশ্যে ত্রিপুরা লোকসংস্কৃতি সংসদ রাজ্যব্যাপী ছেলে-মেয়েদের অনুর্ধ্ব-১৪ বছর মধ্যে লোকসঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করেছে। এই প্রতিযোগিতার জন্য ধর্মনগর থেকে সাব্রুম পর্যন্ত প্রায় আড়াইশ ছেলে-মেয়ে, নাম নথীভুক্ত করেছে। প্রাথমিক বাছাই পর্বের কাজও শুরু হয়েছে। বিগত ৬ই আগস্ট উদয়পুরে প্রাথমিক বাছাই পর্বের অনুষ্ঠান শেষ হয়েছে। আগামী ১৩ই আগস্ট তেলিয়ামুড়ায় অডিশনের মাধ্যমে বাছাই পর্ব সম্পন্ন করা হবে। পরবর্তী পর্যায়ে অমরপুর এবং মেলাঘরে বাছাই পর্বের কাজ শুরু হবে।প্রাথমিক পর্যায়ে বাছাই পর্বের কাজ সম্পন্ন হলে দ্বিতীয় পর্বের কাজ সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে। আগামী নভেম্বরের মাঝামাঝি রাজধানী আগরতলা শহরের চিলড্রেন্স পার্কে ফাইনাল শো অনুষ্ঠিত হবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কারের অর্থমূল্য হিসাবে যথাক্রমে পনেরো হাজার, দশ হাজার এবং পাঁচ হাজার টাকা দেওয়া হবে। এছাড়া চতুর্থ এবং পঞ্চম স্থানাধিকারীকে দুই হাজার টাকা করে নগদ অর্থমূল্য এবং অভিজ্ঞান পত্র দেওয়া হবে।রাজ্যর সাংস্কৃতিক কার্যক্রমকে আরো বেশি গতিশীল করার লক্ষ্যে ত্রিপুরা লোকসংস্কৃতি সংসদ রাজ্যের সাংস্কৃতিক মনোভাবাপন্ন সকল অংশের জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service