জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কাশ্মীরের পহেলগ্রাম ভূ-স্বর্গে জঙ্গি হামলায়। নিহত হয়েছেন ২৮ জন পর্যটক। দলমত নির্বিশেষে দেশের প্রত্যেকটি রাজনৈতিক দল ঘটনার নিন্দা জানিয়েছে। সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আশ্বাস দিয়ে সর্বভারতীয় কংগ্রেস সভাপতি খাড়গে বলেন,
‘রাষ্ট্রের উপর আঘাত, গোটা জাতি শোকস্তব্ধ, এখন রাজনীতির সময় নয়’! কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার কাশ্মীরে পৌঁছনোর পরে তাঁর সঙ্গে কথা বলেছেন তিনি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিয়েছেন তিনি।”
Leave feedback about this