2024-12-28
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

রাজনীতিতে নিজের অস্তিত্বের জানান দিতে জনসম্মুখে ভুল মন্তব্য করছেন মানিক সরকার : পর্যটনমন্ত্রী 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- একরাতে প্রোমো ফেস্ট-২০২৪ এর নামে সাত কোটি টাকা খরচ করা হয়েছে বলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার যে অভিযোগ করেছেন তার মোক্ষম জবাব দিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, রাজনীতিতে নিজের অস্তিত্বের জানান দিতে জনসম্মুখে ভুল মন্তব্য করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএমের পলিটব্যুরো সদস্য মানিক সরকার।

কারণ, আগামীদিনে পার্টির সম্পাদক পরিবর্তন হতে যাচ্ছে। শনিবার সাংবাদিক সম্মেলনে এই ভাবেই প্রোমো ফেস্ট নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর মন্তব্যের পাল্টা আক্রমণ করেছেন পর্যটন মন্ত্রী। প্রসঙ্গত, একরাতে প্রোমো ফেস্ট-২০২৪ এর নামে সাত কোটি টাকা খরচ করা হয়েছে। শুক্রবার ৮০ তম জনশিক্ষা দিবসে আগরতলা টাউনহলে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্ৰী তথা সিপিআইএমের পলিটব্যুরো সদস্য মানিক সরকার।

পর্যটন মন্ত্রী বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কাছ থেকে এই ধরনের মন্তব্য শোভা পায় না। তাঁর বক্তব্য বিভ্রান্তিমূলক বলে দাবি করেন তিনি। তাঁর কথায়, মিথ্যা বলছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। আসলে হতাশার বহিঃপ্রকাশ ঘটেছে তাঁর। কারণ, সিপিআইএমের ২০ বছরের শাসনকালে রাজ্যে তো পর্যটন দপ্তরের অস্তিত্বই ছিলো না।

এদিন তিনি আরও বলেন, পর্যটন দপ্তরকে সারা বিশ্বের সামনে তুলে ধরার জন্য সিপিএমের কখনোই সদর্থক ভূমিকা গ্রহণ করেনি। বাম আমলে উগ্রপন্থীদের আতঙ্কে পর্যটকরা জম্পুই, ডম্বুর, ছবিমুড়া সহ রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের পর্যটন কেন্দ্র গুলিতে যাওয়ার সাহস পেতেন না। কারণ রাস্তায় অপহরণ হয়ে যাওয়ার ভয় ছিল। তাঁর কটাক্ষ, আসলে “প্রোমো ফেস্ট-২০২৪” যেভাবে সফল হয়েছে এবং সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে সেটা মানিক সরকারের সহ্য হচ্ছে না। তাঁদের এই মিথ্যা অপপ্রচারের কারণে সাধারণ মানুষের কাছে সিপিআইএমের গ্রহণযোগ্যতা হারিয়েছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service