2024-12-14
agartala,tripura
অপরাধ রাজ্য

রাজধানীর রাধানগরস্থিত আশিষ পেট্রোল পাম্পে দুটি মেশিনে কারচুপি, গ্রাহকদের পকেট কাটছেন পাম্প মালিক 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীর রাধানগর একটি পেট্রোল পাম্পে অভিযান। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বুধবার রাজধানীর রাধানগরস্থিত আশিষ পেট্রোল পাম্পে অভিযান চালায় ওজন পরিমাপ দপ্তর ও সদর মহাকুমা প্রশাসনের আধিকারিকরা। আধিকারিকরা এদিন আশিস পেট্রোল পাম্পে গিয়ে পাম্পের মেশিন গুলি পরীক্ষা করে দেখেন।

এক আধিকারিক জানান দুটি মেশিনে কারচুপি করার সত্যতা খুঁজে পেয়েছেন। আশিস পেট্রোল পাম্প থেকে যান চালকদের পেট্রোল সঠিক পরিমাণে দেওয়া হলেও ডিজেল প্রদানের ক্ষেত্রে দুইটি মেশিনে কারচুপি করা হচ্ছে। দুইটি মেশিনে প্রতি ৫ লিটার ডিজেলের মধ্যে প্রায় ৫ মিলি লিটার ডিজেল কম দেওয়া হচ্ছে। এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকের নিকট রিপোর্ট পেশ করা হবে বলে জানান আধিকারিক।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service