2025-03-29
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

রাজধানীর ভট্টপুকুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক যুবকের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নিজ বাড়িতে ইলেকট্রিকের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক যুবকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে রাজধানীর ভট্টপুকুর কালিটিলা এলাকায়। মৃতের নাম ঝুটন সুত্রধর, বয়স ৪২। শনিবার সকালে নিজ বাড়িতেই বিদ্যুতের কাজ করছিলেন তিনি। তখন কোনো ভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। কিছুক্ষনের মধ্যেই বাড়ির লোকেরা তাকে আই জি এম হাসপাতালে নিয়ে আসেন।

কিন্তু শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। অকস্মাৎ এই মৃত্যুর ঘটনায় কান্নায় ভেঙে পড়েন বাড়ির লোকেরা। ঘটনা জানাজানি হতেই এলাকাবাসীও হাসপাতালে ছুটে আসেন।

ঘটনা ঘিরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। ওই যুবক ঠিক কিভাবে বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছে তা সঠিকভাবে বলতে পারছেন না পরিবারের লোকেরাও। এর আগেও এই ধরনের বহু ঘটনা ঘটেছে। অজ্ঞতার কারনেই সাধারণ মানুষ বাড়ি ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে এইভাবে মৃত্যুর মুখে পড়েন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service