জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুর্গা পূজার প্রাক-মুহূর্তে আগরতলা শহরে চুরির ঘটনা বাড়ছে। চুরির ঘটনা বেড়ে চলায় উদ্বিগ্ন সচেতন মহল। এবার রাজধানীর বুকে রাতের অন্ধকারে ডাবের দোকানে দুঃসাহসিক চুরি। অভিযোগ মঙ্গলবার রাতে প্রায় ৪০০ ডাব চুরি করে নিয়ে যায় চোরের দল। বুধবার সকালে দুর্গা বাড়ি পেট্রোল পাম্পের বিপরীত পাশে থাকা দোকান খুলতে এসে ডাবের দোকানের মালিক অমল মোদক দেখতে পান দোকান থেকে ৪ শতাধিক ডাব চুরি করে নিয়ে গেছে চোরেরা।
সঙ্গে সঙ্গে তিনি খবর দেন পশ্চিম আগরতলা থানার পুলিশকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ডাব বিক্রেতা অমল মোদক জানান মঙ্গলবার তিনি দোকানে চার শতাধিক ডাব সাজিয়ে রেখেছেন। বৃষ্টি হওয়ার কারনে সন্ধ্যায় দোকান বন্ধ করে চলে যান। রাজধানীতে চুরির ঘটনা বেড়ে চলায় উদ্বিগ্ন সচেতন মহল। শহরে পুলিস নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠছে প্রশ্ন।
Leave feedback about this