জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতীয় নায়ক সংহিতা আইনের ১০৬ এর এক এবং দুই ধারা বাতিল সহ বিভিন্ন দাবিতে ২৪ মার্চ দিল্লিতে পার্লামেন্ট অভিযান করবে সারা দেশের পরিবহন শ্রমিকরা এই কর্মসূচি সমর্থনে সোমবার রাজধানীতে মিছিল সংঘটিত করে সিআইটি ইউ অন্তর্ভুক্ত অসংগঠিত সড়ক পরিবহন শ্রমিকরা এই মিছিলে নেতৃত্বে ছিলেন সিটু রাজ্য সভাপতি মানিক দে।
পরিবহন শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট ১৬ দফা দাবির ভিত্তিতে সোমবার রাজধানীতে মিছিল সংঘটিত করল সিআইডিইউ রাজ্য শাখা মূলত আগামী ২৪ মাস অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের ডাকে, দিল্লিতে পার্লামেন্ট অভিযানের ডাক দেওয়া হয়েছে এই পার্লামেন্ট অভিযানের সমর্থনে সোমবার এই মিছিল সংঘটিত করা হয় এর নেতৃত্বে ছিলেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে।
তিনি জানান ভারতীয় ন্যায় সংহিতা আইনের ১০৬ এর এক এবং দুই ধারা বাতিল করতে হবে এই আইনের মটর শ্রমিকদের শোষণ করা চলছে আমেরিকার অনুকরণে এই আইন নাঘু করেছে সরকার এই আইনের ফলে মোটর শ্রমিকরা সারা দেশ জুড়ে বিপন্ন হচ্ছেন। এদিন সি আই টি ইউ রাজ্য সভাপতি আরো জানান কেন্দ্র ও রাজ্য সরকার একদিকে পেট্রল ডিজেল এবং গ্যাসের মূল্য বৃদ্ধি করে চলছে অপরদিকে মোটর শ্রমিকদের উপর বিভিন্ন ট্যাক্স চাপিয়ে দিচ্ছে।
পাশাপাশি নেশা দ্রব্য পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে পুলিশ অসহায় মোটর শ্রমিকদের ধরে জেলে ঢুকিয়ে দিচ্ছে এই সমস্ত কিছুর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দেশের পরিবহন শ্রমিকদের সর্ববৃহৎ সংগঠন অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ফেডারেশন আগামী ২৪ মার্চ দিল্লিতে জমায়েত ও কেন্দ্রীয় মিছিলের ডাক দিয়েছে এর সমর্থনেই সোমবার আগরতলায় মিছিল সংঘটিত করা হচ্ছে বলে জানান তিনি।
এদিন পরিবহন শ্রমিকদের এই মিছিলটি সিআইটিইউ রাজ্য দপ্তরের সামনে থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে।
Leave feedback about this