2024-12-16
agartala,tripura
অপরাধ রাজ্য

রাজধানীতে রহস্যজনকভাবে নিখোঁজ ২ স্কুল ছাত্র

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুই ছাত্রের নিখোঁজ ঘিরে চাঞ্চল্য রাজধানীতে। পূর্ব আগরতলা থানায় পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয়।রাজধানীর উজান অভয়নগর এলাকার পৃথিবী দেববর্মা ও বড়জলা এলাকার অঙ্কন চক্রবর্তী নামে দুইজন নিখোঁজ হন।সন্তানদের ফিরে পেতে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও সাহায্যের আবেদন করেন অভিভাবকরা। রাজধানীর উজান অভয়নগর এলাকার পৃথিবী দেববর্মা এবং বড়জলা এলাকার অংকন চক্রবর্তী দুজন শহরের একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

তারা একই গৃহশিক্ষকের বাড়িতে পড়াশোনা করে। বৃহস্পতিবার সকালে দুজনেই রাজধানীর মঠচৌমুহনী সংলগ্ন একট গৃহশিক্ষকের বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। ঘন্টাখানেকের মধ্যেই ইনস্টাগ্রামে একটি স্ট্যাটাস আপলোড করে দুই ছাত্র যে তারা ত্রিপুরা ছেড়ে চলে যাচ্ছে।তাদের জন্য চিন্তা না করতে ইনস্টাগ্রাম স্ট্যাটাসে বলা হয়েছে। এই স্ট্যাটাস লক্ষ্য করে চিন্তিত হয়ে পড়েন দুই নাবালক ছাত্রের অভিভাবকরা।

তারা সাথে সাথে গৃহশিক্ষকের বাড়িতে যান কিন্তু সেখানে তারা জানতে পারেন দুই ছাত্র অংকন এবং পৃথিবী এদিন গৃহশিক্ষকের বাড়িতে পড়তে আসেনি। সাথে সাথে তারা বিষয়টি পূর্ব থানায় জানান। এরমধ্যে পৃথক পৃথকভাবে দুই পরিবার থেকেই বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু হয় কিন্তু ছেলেদের না পেয়ে দুই পরিবারই বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব থানায় মিসিং ডায়েরি করে।

এদিকে পুলিশ ও বিভিন্ন সোর্স ব্যবহার করে নিখোঁজ দুই ছাত্রকে উদ্ধারে তল্লাশি চালায়। কিন্তু শুক্রবার দুপুর পর্যন্ত দুই নিখোঁজ তাদের কোন হদিস পায়নি পুলিশ। শুক্রবার দুই ছাত্রকে ফিরে পাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপও চান দুই পরিবারের লোকজনেরা।

 

 

 

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service