জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা শহরে চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়ে চলেছে। সম্প্রতি কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। স্বাভাবিক ভাবেই মহিলাদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। প্রশ্ন উঠছে রাজধানীতে পুলিশি টহলদারি নিয়ে। ফের ছিনতাইয়ের ঘটনা ঘটলো রাজধানীর জয়নগর ৪ নম্বর গলি এলাকায়।
জানা গেছে নাতনিকে গৃহশিক্ষকের বাড়ি থেকে প্রায়শই নিয়ে আসেন বৃদ্ধ মহিলা সন্ধ্যা রানী সূত্রধর। শুক্রবার রাতেও তিনি নাতনিকে গৃহশিক্ষকের বাড়ি থেকে আনতে যান। অভিযোগ বাড়ি সংলগ্ন এলাকায় বাইক নিয়ে এসে এক ছিনতাইকারী মহিলার গলার স্বর্ণের হার ছিঁড়ে নিয়ে যায়। ঘটনায় হতভম্ব হয়ে যান বৃদ্ধা।
সঙ্গে সঙ্গে তিনি স্থানীয়দের জানান। ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিশ। মামলা নিয়ে ঘটনার তদন্ত করছে। এভাবে শহরে ছিনতাইয়ের ঘটনা বেড়ে চলায় উদ্বিগ্ন সচেতন মহল।
Leave feedback about this