জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- খোদ রাজধানীতে থাবা বসিয়েছে ডেঙ্গু। ধলেশ্বর এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত সনাক্ত হয়েছে এক ব্যক্তি। মাঠে নেমে পড়েছে স্বাস্থ্য দপ্তর। আহবান রাখছে ভয় নেই, ডেঙ্গু নির্মূল করনে দিনরাত খেটে চলেছে স্বাস্থ্যকর্মীরা। মফস্বল শহর গুলির পর এবার খোদ রাজধানী আগরতলা শহরে থাবা বসিয়েছে ডেঙ্গু। শহরের ধলেশ্বর এলাকায় পুর নিগমের ২৫ নং ওয়ার্ডে এক ব্যক্তির শরীরে ডেঙ্গুর জীবাণু পাওয়া যায়। বর্তমানে তার চিকিৎসা চলছে এবং সুস্থ রয়েছে। খবর পেয়ে তৎক্ষণাৎ এলাকায় ছুটে গিয়েছে স্বাস্থ্য কর্মীরা। বাড়ি বাড়ি রক্তের নমুনা সংগ্রহের পাশাপাশি মাইকি যুগে বিশেষ প্রচার কর্মসূচি চালিয়েছে। আতঙ্কের কোন কারণ নেই। ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির পরিবার জানিয়েছে, ডেঙ্গু সনাক্ত হলেও তার শারীরিক অবস্থা ভালো রয়েছে। অযথা সাধারণ মানুষ আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। এদিকে ডেঙ্গু শনাক্ত হওয়ার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই এলাকায় ছুটে যান পুরনিগমের ২৫ নং ওয়ার্ডের অর্থাৎ এলাকার কর্পোরেটর সীমা সাহা। জানান বিকেলের মধ্যেই এলাকায় ফগিং করা হবে। মশার উৎপাত রুখতে সমস্ত নানা নর্দমায় ঔষধ স্প্রে করা হচ্ছে। এমনকি নিজেই সশরীরে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সচেতন করছেন। আগামী কালকে এলাকায় আয়োজন করা হবে বিশেষ স্বাস্থ্যশিবির। বুধবারও এলাকার বেশ কয়েকজন মানুষের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদিকে পুর নিগম ও স্বাস্থ্য দপ্তরের তৎপরতায় খুশি এলাকার সাধারণ মানুষ। বলছে প্রতিনিয়ত মশা নিরোধক ঔষধ দেওয়া হচ্ছে এলাকায়। মানুষ নিজেরাও সচেতন রয়েছে। স্বাস্থ্য দপ্তর ও পুর নিগম যেভাবে ডেঙ্গু মোকাবেলায় ময়দানে ঝাঁপিয়ে পড়েছে তাতে এলাকার লোকজন খুবই খুশি। উল্টো অন্যদেরকে বোঝাচ্ছে অযথা আতঙ্ক না হওয়ার জন্য। প্রসঙ্গত সাধারণ মানুষ এখন থেকেই সচেতন থাকলে আর কারো ডেঙ্গু হওয়ার সম্ভাবনা থাকবে না বলে দাবি করছে স্বাস্থ্য দপ্তর। নিজেরা সচেতন থাকলে ময়লা আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে এমনিতেই মশার উপদ্রব কমে যাবে। নিগম থেকে মাইকিং করে বলা হচ্ছে কোথাও যাতে জমানো জল রাখা না হয় ।রাজ্যে প্রথম সোনামুড়া মহকুমার ধনপুরে সনাক্ত হয়েছিল। তখন থেকেই ময়দানে নেমে পড়েছে স্বাস্থ্য দপ্তর। দপ্তরের তৎপরতায় আর বেশিদূর এগোতে পারবেনা বলেই অভিমত ব্যক্ত করছেন স্বাস্থ্য কর্মীরা।
রাজ্য
স্বাস্থ্য
রাজধানীতেও থাবা বসিয়েছে ডেঙ্গু
- by janatar kalam
- 2023-08-09
- 0 Comments
- Less than a minute
- 1 year ago
Leave feedback about this