2024-12-19
agartala,tripura
রাজ্য

রথে চড়ে মাসির বাড়ি গেলেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রথে চড়ে মাসির বাড়ি গেলেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা। অন্যান্য বছরের মতো এবারো ঐতিহ্যবাহী রথযাত্রা বের হয় রাজধানীর জগন্নাথ জিউ মন্দির থেকে। বিশাল ভক্ত সমাগম ঘটে জগন্নাথ জিউ মন্দিরের রথজাত্রাকে কেন্দ্র করে। রবিবার বিকেলে নিয়ম নিষ্ঠার সঙ্গে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথে তোলা হয়। জগন্নাথ বাড়ির সামনে থেকে বের হয় রথ যাত্রা। এই রথ শুরু হওয়ার আগেই বিভিন্ন জায়গা থেকে লোকজন ভিড় জমান জগন্নাথ বাড়ি এলাকায়। আট থেকে আশি সকলেই ভিড় জমিয়েছেন ঐতিহ্য বহন করে আসা রথের দড়িতে টান দিতে। বিকালে জগন্নাথ জিউ মন্দির চত্বর থেকে জগন্নাথ, বলরাম, শুভদ্রাকে রথে করে মন্দির থেকে বের করে আনা হয়। ভক্তরা দড়ি দিয়ে টেনে রথ নিয়ে নগর পরিক্রমায় বের হয়। রথে চড়ে মাসির বাড়ি যান জগন্নাথ বলরাম ও সুভদ্রা।রথের দড়িতে টান দিতে শুরু হয় হুড়োহুড়ি। এদিকে রথযাত্রা উৎসবকে ঘিরে জগন্নাথ বাড়ির সামনে বসে মেলাও। বিভিন্ন জায়গা থেকে পসরা নিয়ে বিক্রেতারা স্টল খুলে বসেছেন। রথ যাত্রা উৎসবকে ঘিরে জগন্নাথ বাড়িতে হবে ধর্মসভা। বিভিন্ন জায়গা থেকে সাধু মহারাজরা আসবেন। রতিদিন লোকজন ভিড় করবেন জগন্নাথ বাড়িতে। এক অনাবিল আনন্দে রথযাত্রাকে কেন্দ্র করে মেতে উঠেন মানুষ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service