2024-12-19
agartala,tripura
রাজ্য

রঙে মাতোয়ারা যুবতীরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রবিতেই রঙে মাতোয়ারা যুবতীরা। বাজারে রকমারি রঙ নিয়ে হাজির বিক্রেতারা। এদিন সকালেই একটি সামাজিক সংস্থার সদস্যারা বাহারি রঙে একে অপরকে রাঙ্গিয়ে তুলেন। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়৷ বৈষ্ণব ধর্ম অনুযায়ী এই ফাগুন পূর্ণিমাতে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ আবির আর রঙ নিয়ে রাধিকা ও অন্যান্য সখীদের সঙ্গে রং খেলায় মত্ত হয়ে উঠেছিলেন৷

সেই থেকেই দোল উৎসবের প্রচলন৷দোল উৎসবের একটি ধর্মনিরপেক্ষ দিকও রয়েছে৷ দোলের দিন সকাল থেকেই নারী-পুরুষ নির্বিশেষে আবির ও বাহারি রঙের খেলায় মেতে উঠেন৷ এই দোল উৎসবকে বসন্ত উৎসব নামে আখ্যায়িত করা হয়৷ রাজ্যেও দোল পূর্ণিমায় দোল উৎসব এবং হোলি খেলায় আনন্দ-উল্লাসের কোন ঘাটতি নেই৷ দোল পূর্ণিমার পরের দিন সর্বত্র হোলি খেলায় মেতে উঠেন আবাল-বৃদ্ধ-বনিতারা৷ডট কমের যুগেও হোলি খেলা নিয়ে ছেলেমেয়েদের মধ্যে কোনো ঘাটতি নেই৷

হোলি খেলার এই বিশেষ দিনে একে অপরের সঙ্গে অবাধ মেলামেশার সুযোগ পেয়ে থাকে৷ তবে এবছর রবিবার তিথি মতো দোল পূর্ণিমা শুরু হতেই রঙের আনন্দে মেতে উঠলেন যুবতীরা। বাড়িতেই একে অপরকে বাহারি রঙে রাঙ্গিয়ে দেন। এদিন তাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। তবে সোমবার ও মঙ্গলবারই রাজ্যের প্রায় সর্বত্র রঙের আনন্দে মাতোয়ারা হবেন প্রায় সকলে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service