জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শনিবার সকালে রক্তাক্ত অবস্থায় উদ্ধার এক বৃদ্ধ। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত বৃদ্ধের পরিচয় এখনো জানা যায়নি।
এদিন সংবাদ মাধ্যমকে ঘটনার বিবরণে এক চিকিৎসক জানান , লিচুবাগান এলাকায় রক্তাক্ত অবস্থায় অপরিচিত এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখেছেন এলাকাবাসী। পরে তাঁরা দমকলবাহিনীকে খবর পাঠালে দমকলকর্মীরা আহত বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। কিন্তু কিভাবে তিনি আঘাত পেয়েছেন তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন।
Leave feedback about this