2024-12-18
agartala,tripura
রাজ্য স্বাস্থ্য

রক্তদান যারা করেছেন বা এগিয়ে আসছেন তারা জীবনের শ্রেষ্ঠ ধর্ম অর্থাৎ মানব ধর্ম পালন করছেন : মেয়র 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলার শ্যামলী বাজার স্থিত জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে শুক্রবার ডি ডি আর সি ‘র অডিটোরিয়ামে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ডঃ দিলীপ দাস সহ অন্যান্যরা। এই শিবিরের উদ্বোধন করে মেয়র দিপক মজুমদার তার বক্তব্যে উল্লেখ করেন গত বিধানসভার আগে রাজ্যের বিভিন্ন হাসপাতালে রক্তের সংকট দেখা দিয়েছিল। এই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা রাজ্যবাসির কাছে রক্ত দানের আহ্বান রেখেছিলেন। সেই আহবানে সারা দিয়ে রাজ্যের বিভিন্ন সংগঠন, ক্লাব, সংস্থা, স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে এসেছে। যা এখনো অব্যাহত রয়েছে। এই রক্তদান এরই একটি অঙ্গ। এদিন তিনি আরও বলেন আমাদের রাজ্যে রক্তদান একটা উৎসব। যারা এখানে রক্তদান করেছেন কিংবা করতে এগিয়ে এসেছেন তারা জীবনের শ্রেষ্ঠ ধর্ম অর্থাৎ মানব ধর্ম পালন করছেন। এটা একটা মহান কাজ। মহৎ কর্তব্য। এই রক্তদান শিবিরে এ দিন বক্তব্য রাখেন ডাঃ দিলিপ দাসও। তিনিও রক্ত দাতাদের এ কাজে এগিয়ে এসে স্বেচ্ছায় রক্তদান করাকে তাদের মহান কাজ হিসেবে আখ্যায়িত করেন। এদিন রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন অতিথিরা।

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service