2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য স্বাস্থ্য

“রক্তদান জীবন দান” রক্তদানে এগিয়ে আসুন আপনার একটি রক্তদান বাঁচাতে পারে একটি প্রাণ : রাজীব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সামাজিক কর্মসূচিতে বরাবরই এগিয়ে থাকে রাজধানীর পশ্চিম প্রতাপগড়ের প্রতাপ সংঘ। বিভিন্ন সময় রক্তদান সহ নানা কর্মসূচি গ্রহণ করে থাকে। রবিবার দিনও মুমূর্ষু রোগীর সেবায় রক্তদান শিবির করলো প্রতাপগড়ের প্রতাপ সংঘ। রক্তদান শিবিরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।

তাছাড়া উপস্থিত ছিলেনআগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর অভিজিৎ মল্লিক সহ অন্যান্যরা। মহৎ কাজে এগিয়ে আসায় প্রতাপ সংঘের সকল সদস্যদের অভিনন্দন জানান রাজীব ভট্টাচার্য। পাশাপাশি তিনি বলেন আগে প্রতি টি ক্লাবে ছিল শক্তি প্রদর্শন। কিন্তু বর্তমানে ক্লাবগুলিতে সবচেয়ে ছিল সুস্থ সংস্কৃতির প্রতিযোগিতা। কোনটা ক্লাব কত সামাজিক কর্মসূচি করতে পারে সারা বছরে সেই প্রতিযোগিতা চলে এখন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service