2025-08-23
Ramnagar, Agartala,Tripura
ধর্ম রাজ্য স্বাস্থ্য

রক্তদানে প্রজাপিতা ঈশ্বরীয় ব্রহ্মকুমারী, মৃত্যুবার্ষিকীতে মানবিকতার বার্তা

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-রাজযোগিনী প্রকাশ মনির ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রজাপিতা ঈশ্বরীয় ব্রহ্মকুমারী সংস্থার উদ্যোগে শনিবার শহরের বিভিন্ন স্থানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সংস্থার রামনগর পাঁচ নম্বর রোডস্থিত কার্যালয়ে আয়োজিত রক্তদান শিবিরে বহু ভাই-বোন অংশ নেন।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য অতিথিরা। মেয়র রক্তদাতাদের প্রশংসা করে বলেন, “যারা রক্তদান করছেন তারা মানব ধর্মের শ্রেষ্ঠ কাজটি করছেন। রক্তদানে জাতি-ধর্ম নেই, এটি সবচেয়ে বড় দান।”

সংস্থার সদস্যরা জানান, “Donate Blood, Save Life” এই মূল বার্তাকে সামনে রেখে দিনটিকে ইউনিভার্সেল ব্রাদারহুড ডে হিসেবে পালন করা হয়েছে।

রক্তদান শিবিরে উপস্থিত অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতার সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে সহায়ক হবে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service